November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 8th, 2022, 4:34 pm

নারীরা বোরকা না পরলে জেল হতে পারে পুরুষদের!

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের নারীদের জনসমক্ষে আপাদমস্তক ঢাকা পোশাক পরার নির্দেশ দেয়া হয়েছে।আর এ আদেশ লঙ্ঘন হলে পুরুষ অভিভাবকদের শাস্তির বিধান রেখে আদেশ জারি করেছে দেশটির তালেবান সরকার।

শনিবার সরকার কর্তৃক জারিকৃত এক আদেশে বলা হয় নারীরা শুধুমাত্র প্রয়োজন হলেই বাড়ি থেকে বের হতে পারবেন।

আদেশে আরও বলা হয়, নারীদের ড্রেস কোড লঙ্ঘনের দায়ে তাদের পুরুষ আত্মীয়দের শাস্তির মুখোমুখি হতে হবে।এর প্রেক্ষিতে সমন জারি হওয়া থেকে শুরু করে আদালত পেরিয়ে জেলেও যেতে হতে পারে।

যদিও দেশটিতে তালেবান নেতৃত্বের জারি করা দমনমূলক আদেশের সবগুলোই বাস্তবায়িত হয়নি। উদাহরণস্বরূপ গত মাসে তালেবান নারীদের একা ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হলেও বিরোধিতার মুখে নীরব থেকেছে তালেবান প্রশাসন।

রবিবার রাজধানী কাবুলের রাস্তায় অনেক নারীকে আগের মতোই বড় শাল পরতে দেখা গেছে।