অনলাইন ডেস্ক:
আফগানিস্তানে ক্ষমতা দখল করার আগে তালেবানরা প্রতিশ্রুতি দিয়েছিল যে খেলার মাঠে তারা কোনও হস্তক্ষেপ করবে না। কিন্তু অস্ট্রেলিয়ার টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান সাংস্কৃতিক মন্ত্রী আহমদুল্লাহ ওয়াসিক বলেন যে আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা যাবে না। শুধু ক্রিকেট নয় অন্য যে কোনও খেলা যাতে শরীর দেখা যায় সেই সমস্ত খেলাই নারীদের জন্য নিষিদ্ধ। মন্ত্রীর এই বিবৃতির পর ক্রিকেট মহলে নিন্দার ঝড় শুরু হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে আফগানিস্তানে মহিলা ক্রিকেটের অনুমতি না দিলে আফগানিস্তান পুরুষ দলের সঙ্গে আসন্ন টেস্ট ম্যাচে অংশ নেবে না অস্ট্রেলিয়া। ২৭ নভেম্বর থেকে আফগানিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রথম অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে টেস্ট খেলার কথা আফগানদের। এক ম্যাচের সিরিজের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ক্রীড়া মন্ত্রী রিচার্ড কলবেক বলেছেন, তালেবানের অবস্থান ‘গভীরভাবে উদ্বেগজনক’।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা