তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ৯৫ রানে অলআউট হয়ে যায়। ১১৮ রানে জয় পায় অস্ট্রেলিয়া।
২ উইকেটে ৭০ রানে শুরুটা আশা জাগানো হলেও মাত্র ২৫ রানে শেষ আট উইকেট হারিয়ে ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশকে ২১৩ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া।
২৪ রান করে অধিনায়ক অ্যালিসা হিলি দারুণ শুরু করে দিলেও দ্রুত ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর অ্যানাবেল সাদারল্যান্ডের অপরাজিত ৫৮ রান এবং অ্যাশলে গার্ডনার ও অ্যালানা কিংয়ের ব্যাট এগিয়ে নিয়ে যায় অস্ট্রেলিয়াকে।
জবাবে অস্ট্রেলিয়ার সুশৃঙ্খল বোলিংয়ের বিপক্ষে লড়াই করে বাংলাদেশ। মেগান স্কাট ও কিম গার্থ শুরুতেই আঘাত হানেন। একের পর এক উইকেট তুলে নেন। অধিনায়ক নিগার সুলতানার ২৭ রানের লড়াকু ইনিংসের পরও বাংলাদেশ ৩৬ ওভারে ৯৫ রানে অলআউট হয়ে যায়।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ।
—–ইউএনবি
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা