অনলাইন ডেস্ক :
নারী-পুরুষ উভয় বৈশ্বিক ইভেন্টে প্রাইজমানি দেওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য ছিল চোখে পড়ার মতো। বৈশ্বিক ইভেন্টে পুরুষদের যে অর্থ দেওয়া হতো, নারীদের ক্ষেত্রে একই পরিমাণ অর্থ দেওয়া হতো না। ডারবানে বার্ষিক সম্মেলনের পর সেই পার্থক্য দূর করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন থেকে আইসিসির ইভেন্টে নারী-পুরুষ উভয়ে সমান প্রাইজমানি পাবে। যা প্রয়োগ হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। আইসিসির প্রধান গ্রেগ বার্কলে যুগান্তকারী এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, ‘আমাদের ক্রীড়াঙ্গনে এটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, এখন থেকে আইসিসির বৈশ্বক ইভেন্টে নারী-পুরুষ উভয়েই সমানভাবে পুরস্কৃত হবে।’
আগে কতটা পার্থক্য ছিল সেটা বোঝা যাবে এই বছরে হওয়া মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই। এবার বিজয়ী অস্ট্রেলিয়া নারী দল পেয়েছে ১ মিলিয়ন মার্কিন ডলার। সেখানে গত বছর পুরুষদের একই ইভেন্টে বিজয়ী ইংল্যান্ড দল পেয়েছিল ১.৬ মিলিয়ন মার্কিন ডলার। সামনে থেকে এই বেষম্য আর থাকছে না। স্লো ওভার রেটে শতভাগ ম্যাচ ফি কাটার নিয়মও থাকছে না এতদিন টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো ওভার রেটের জন্য ম্যাচ ফির ১০০ শতাংশ কর্তণের একটা নিয়ম চালু ছিল। সেই নিয়ম বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। স্লো ওভার রেটের জন্য সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি কর্তণের নিয়ম রাখা হয়েছে। প্রতি ওভারের জন্য কাটা যাবে ৫ শতাংশ। আইসিসির প্রধান নির্বাহীদের কমিটি সিদ্ধান্তটি নিয়েছে। আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, যদি কোনো দল ৮০ ওভারে নতুন বল নেওয়ার আগেই অলআউট হয়। তাহলে কোনো স্লো ওভার রেট থাকলেও তার শাস্তি দেওয়া হবে না। এই নিয়ম কার্যকর হবে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে। যা ১৬ জুন অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা