April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 17th, 2021, 8:00 pm

নারী ফুটবলে ভারতকে উড়িয়ে বাংলাদেশের জয়

ছবি: মঈন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

এবারের সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ফেভারিট দল হিসেবে ভারতকে বিবেচনা করা হচ্ছে। কিন্তু মাঠের খেলায় স্বাগতিক বাংলাদেশ তাদের সুবিধা করতে দেয়নি। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে গোলাম রব্বানী ছোটনের দল জয় ছিনিয়ে এনেছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) রাউন্ড রবিন লিগ পর্বে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে বসেছে। বাংলাদেশ ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলার পথে বড় ধাপ ফেলেছে। সমান ম্যাচে প্রথম হারে আগের ৬ পয়েন্টই ভারতের। এখন রবিন লিগের অন্য ম্যাচে নির্ধারণ হবে কোন দুটি দল যাবে ফাইনালে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলই আক্রমণ প্রতি-আক্রমণ করে খেলেছে। এই ম্যাচে স্বাগতিকরা একাদশে তিনটি পরিবর্তন এনেছে। আনুচিং মোগিনী, সাহেদা আক্তার রিপা ও আফয়েইদা খন্দকারের জায়গায় শুরু থেকে খেলেছেন নিলুফা ইয়াসমিন নীলা, শামসুন্নাহার জুনিয়র ও মার্জিয়া। ম্যাচের শুরুতেই সাফল্য পায় বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি গোলে লিড পায় স্বাগতিকরা। বক্সে ঢুকতে না ঢুকতেই তহুরা খাতুনকে ফেলে দেন ভারতীয় ডিফেন্ডার ক্রিতিনা দেবী। পেনাল্টির বাঁশি বেজে ওঠে।

স্পটকিক থেকে শামসুন্নাহার সিনিয়র জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার আনশিকা বলের লাইনে ঝাঁপালে নাগাল পাননি। এক গোলে পিছিয়ে থেকে ভারত চড়াও হয়ে খেলতে থাকে। কিন্তু প্রথমার্ধে ‘ক্লিয়ার’ কোনও সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি। বরং ৩৬ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করে। প্রায় ৩০ গজ দূর থেকে আঁখি খাতুনের নেওয়া ফ্রি কিক নিচু হয়ে পোস্টে ঢোকার মুখে শেষ মুহূর্তে গোলকিপার হাত দিয়ে ফিরিয়ে দেন। বিরতির পরও একই ধারায় চলতে থাকে খেলা। দুই দল চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ৫২ মিনিটে ঋতুপর্ণা চাকমার শট এক ডিফেন্ডার ব্লক করে দলকে গোল হজম থেকে রক্ষা করেন। ৩ মিনিট পর বক্সের বাইরে থেকে ভারতের আমিশা বাক্সলার জোরালো শট গোলকিপার রুপনা চাকমা কোনোমতে প্রতিহত করেন। ৫৭ মিনিটে ঋতুপর্ণার কর্নারে আঁখির হেড গোলকিপার হাত দিয়ে প্রতিহত করেন। এরপর ভারত দুটি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি। সুমাতি কুমারী একাই দুটি সুযোগ তৈরি করেছিলেন। ৬২ মিনিটে সুমাতি গোলকিপারের ওপর দিয়ে মারলেও তা পোস্টের পাশ দিয়ে চলে যায়। ৭৩ মিনিটে আঁখি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে আবারও সুমাতির শট পোস্টের বাইরে দিয়ে যায়। অন্যদিকে তহুরা খাতুন-স্বপ্না রানীরা চেষ্টা করেও আর ব্যবধান বাড়াতে পারেনি। তবে শুরুর ওই গোলেই ফেভারিট ভারতকে হারিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।