April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 22nd, 2022, 8:33 pm

নারী বিশ্বকাপ: ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

চলমান আইসিসি নারী বিশ্বকাপে মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে ভারতের কাছে ১১০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ২২৯ রান সংগ্রহ করে ভারত।

তাদের পক্ষে ইয়াস্তিকা ভাটিয়া ৮০ বলে দুটি চারের সাহায্যে ফিফটি করে সর্বোচ্চ রান করেন।এছাড়া শেফালি ভার্মা ৪২ এবং স্মৃতি মান্ধানা ও পূজা ভাস্ত্রকার ৩০ রান করেন।

বাংলাদেশের পক্ষে রিতু মনি ৭৪ রানে তিন উইকেট নিয়েছেন।

জবাবে ৫০ রান সংগ্রহের আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সালমা খাতুন ৩২ রান করেন যা এই ম্যাচে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া লতা মন্ডল ২৪ ও মুর্শিদা খাতুন ১৯ রান করেন।

ভারতের হয়ে স্নেহ রানা ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ভারতের পক্ষে চারটি উইকেট তুলে নেন এবং ঝুলন গোস্বামী এবং পূজা ভাস্ত্রকার দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এবং পাকিস্তানের বিপক্ষে মাত্র একটিতে জিতেছে। যেটা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।

বিশ্বকাপে পরের দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২৭ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

—ইউএনবি