April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 16th, 2022, 7:02 pm

নাসিক নির্বাচন: ভোট শেষে চলছে গণনা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শুরু হয়েছে।
ভোটাররা উৎসবমুখর পরিবেশে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ঠান্ডা আবহাওয়া ও করোনার মধ্যেও ভোটাররা ভোট দিতে যাওয়ায় ভোট কেন্দ্রে লম্বা লাইন দেখা গেছে।
রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার নাসিক নির্বাচনে ভোটার উপস্থিতি ভালো বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, ‘দুপুরের পর ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে। দুপুর পর্যন্ত নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোটার ভোট দিয়েছেন।’
নির্বাচনে মোট সাতজন মেয়র প্রার্থী থাকলেও মূল লড়াই ডা. সেলিনা হায়াৎ আইভী (নৌকা প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের (হাতি প্রতীক) মধ্যে।
সেলিনা হায়াৎ আইভী সকাল সাড়ে ৯টার দিকে দেবভোগ কলরব ভোট কেন্দ্রে ভোট দেন এবং তৈমুর সকাল ১০টার দিকে মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
এছাড়া সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং সংরক্ষিত নারী আসনে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাসিক নির্বাচনে পাঁচ লাখ ১৭ হাজার ৩৫২ জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে দুই লাখ ৫৭ হাজার ১৯ জন নারী ভোটার। এছাড়া প্রায় ৪২ হাজার ৪১৮ নতুন ভোটার।

—ইউএনবি