অনলাইন ডেস্ক :
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন নাসুম আহমেদ। বাংলাদেশের টি-২০ দলের নিয়মিত মুখ বাঁহাতি স্পিনার চার ম্যাচে ৭ উইকেট নিয়েছেন প্রিমিয়ার লিগে। তারপরও নিজের পারফরম্যান্সে খুশি হতে পারছেন না নাসুম। কারণ, নিজের প্রত্যাশার চেয়ে বেশি রান দিয়ে ফেলছেন তিনি। প্রিমিয়ার লিগে নাসুম ওভারপ্রতি খরচ করেছেন ৪.০৮ রান। ব্যাটিং-সহায়ক উইকেট বিবেচনায় খুব খারাপ নয়। যদিও তাতেও মন ভরছে না নাসুমের। গত বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে নিজের বোলিং নিয়ে নাসুম সাংবাদিকদের বলেন, ‘আসলে দারুণ কি না, বলতে পারছি না। কারণ, আমার ভালো লাগছে না। আমি ৪০-এর বেশি রান দিয়ে দিচ্ছি। আমার লক্ষ্য হচ্ছে ৩০-৩৫। এরকম দিলে হয়তোবা ভালো লাগতো। চার ম্যাচে ৭ উইকেটে পেয়েছি, বেশির ভাগই আমার প্রথম ওভারে উইকেট পেয়েছি, এটা একটু ভালো লাগছে।’ উইকেটের কারণে রানের লাগাম আটকানো কঠিন হয়ে যাচ্ছে বোলারদের জন্য। এবার লিগে বেশ বড় রানের ম্যাচই হচ্ছে নিয়মিত। নাসুম জানালেন, ‘হ্যাঁ, উইকেটটা অনেক ভালো। বোলারদের জন্য না, সবই ব্যাটারদের কৃতিত্ব। প্রতি ম্যাচেই ২৫০-৩০০ হচ্ছে, এখানে বোলারদের কিছু নেই। আমরা চেষ্টা করছি ভালো করার। মিরপুর, সাভারÑসবগুলো উইকেট একই রকম। সবগুলোতেই খেলেছি, এখানেও (মিরপুরে) একটা ম্যাচ খেলছি। সবগুলোই ব্যাটারদের পক্ষে আছে।’ বাংলাদেশের হয়ে ২০টি টি-২০ খেলেছেন নাসুম। ওয়ানডে দলেও ডাক পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। তবে এখনো ওয়ানডে অভিষেক হয়নি তার।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা