November 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, April 19th, 2022, 8:11 pm

না ফেরার দেশে বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার

অনলাইন ডেস্ক :

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডে পেসার সামিউর রহমান। মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। সামিউর রহমান দেড় বছর ধরে অসুস্থ ছিলেন। ব্রেন টিউমার হয়েছিল তাঁর, ডিমেনশিয়ায়ও ভুগছিলেন। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে। সেই ম্যাচে বাংলাদেশের প্রথম পেসার ছিলেন সামিউর রহমান। ছয়দিন পর ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ও শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন। আজীবন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন সামিউর। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে আম্পায়ারিং করেছেন ২৮ ম্যাচে। ম্যাচ রেফারি ছিলেন ১১১ ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৫টি ম্যাচেও ম্যাচ রেফারিং করেছেন তিনি।