অনলাইন ডেস্ক :
বেশি দিন হয়নি নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরটি স্থগিত হয়েছিল। এবার অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর বাতিল করেছে নিউজিল্যান্ড। এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলার কথা ছিল মার্চে। কিন্তু অস্ট্রেলিয়া দলের জন্য কোয়ারেন্টিন পালনের ব্যবস্থা করতে না পারাতে বাধ্য হয়েই সিরিজটি বাতিল করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড। নেপিয়ারে মধ্য মার্চে হওয়ার কথা ছিল এই সিরিজ। চার দিনের মধ্যে সেটি শেষ হওয়ার কথা ছিল। শুরুতে অস্ট্রেলিয়া ধারণা করেছিল, নিউজিল্যান্ড সরকার হয়তো আইসোলেশন নিয়মটি অস্ট্রেলীয় ভ্রমণকারীদের জন্য শিথিল করবে। তেমনটি না হওয়াতেই বাতিল করতে হয়েছে সিরিজ। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটও স্বীকার করেছেন যে, সফরটি বাতিল করতেই হতো, ‘আমরা এই আশাতেই সিরিজের সূচি তৈরি করেছিলাম। ট্রান্স-তাসমান সীমান্ত তাদের জন্যই উন্মুক্ত হবে, যারা বেঁধে দেওয়া মানদ- পূরণ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওমিক্রনের প্রকোপ সীমান্ত পরিস্থিতি পাল্টে দিয়েছে। যে কারণে সিরিজটি আয়োজন করা অসম্ভব হয়ে পড়েছে।’ তবে পরবর্তী সূচিগুলো নির্বিঘেœ হবে বলেই জানা গেছে। দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজ যথা সময়ে মাঠে গড়াবে। নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে মেয়েদের ৫০ ওভারের বিশ্বকাপও!
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা