অনলাইন ডেস্ক :
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হার এড়াতে আগামীকাল বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হারে ভারত। দ্বিতীয়টি বৃষ্টিতে ভেস্তে যায়। প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে নিউজিল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডে জিতলেই সিরিজ জিতবে কিউইরা। কোন কারণে ম্যাচটি না হলেও, সিরিজ জিতবে নিউজিল্যান্ড। সিরিজ হার এড়াতে এ ম্যাচে জিততেই হবে ভারতকে। সিরিজটি বিশ^কাপ সুপার লিগের অংশ। ১৭ ম্যাচে ১২৫ পয়েন্ট নিউজিল্যান্ডের। ২০ ম্যাচে ১৩৪ পয়েন্ট ভারতের। ইতোমধ্যে ২০২৩ সালের ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নিউজিল্যান্ড। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। ওয়ানডের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা