অনলাইন ডেস্ক :
দুঃসংবাদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার ক্রিস কেয়ার্নসের। কয়েক মাস আগেই হৃদরোগের ধাক্কা কাটিয়ে উঠেছিলেন। এবার কেয়ার্নস জানালেন, তিনি অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত। শনিবার ইন্সটাগ্রামে পোস্ট করে এই তথ্য জানান কেয়ার্নস নিজেই। গত সপ্তাহে ক্যানবেরার হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল ক্রিস কেয়ার্নসকে। হৃদরোগে আশঙ্কাজনকভাবে ভর্তি হতে হয়েছিল অস্ট্রেলিয়ার এই হাসপাতালে। সেই ধাক্কা সামাল দেওয়ার পরেই নতুন সমস্যার কথা জানালেন কিউই কিংবদন্তি। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘আমাকে শনিবার জানানো হয়েছে, আমি অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত। এটি খুবই বড় একটি ধাক্কা। রুটিন চেকআপ করাতে গিয়ে এমন কিছুর আশা করিনি আমি। তাই এখন আবার নিজেকে প্রস্তুত করছি সার্জন ও বিশেষজ্ঞদের সঙ্গে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করার জন্য। ’ তিনি বলেন, ‘পুরো সপ্তাহের সবটুকু অবশ্য খারাপ গেল না। ছেলেদের সঙ্গে খেলায় যেমন অংশ নিলাম। তেমন বাড়িতে নোয়ার জন্মদিন পালন করলাম। আরও একটা যুদ্ধ শুরু হতে চলেছে। তবে আশা রাখছি প্ৰথমেই দারুণ একটা আপার কাটে সমস্যাকে উড়িয়ে দেব। ’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা