April 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 18th, 2021, 1:13 pm

নিউজিল্যান্ডে ডেল্টার নিশ্চিত সংক্রমণ, শনাক্ত মোট ৫

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডে একজন করোনা রোগীর কারণে দেশজুড়ে সাময়িকভাবে লকডাউন জারি করা হয়েছে, সেটি ডেল্টা ধরণ বলে নিশ্চিত হওয়া গেছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বুধবার এ কথা জানান। একইসঙ্গে দেশটিতে আরো চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
আর্ডান জানান, অকল্যান্ড হাসপাতালের একজন নার্সের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাকে আভ্যন্তরীণ লকডাউনে রাখা হয়েছে। এছাড়া সকল স্টাফ ও রোগীর করোনা পরীক্ষা করা হয়েছে।
এদিকে করোনা বেড়ে যাওয়ায় মঙ্গলবার দেশজুড়ে ঘরে থাকার যে বিধি-ব্যবস্থা জারি করা হয়েছে সেটি সঠিক বলে তিনি উল্লেখ করেছেন।
নিউজিল্যান্ডে প্রাথমিকভাবে তিন দিনের জন্য লকডাউন জারি করা হয়েছে। তবে অকল্যান্ড ও এর আশেপাশে এক সপ্তাহের বিধিনিষেধ বহাল থাকবে।
আর্ডান বলেন, ভাইরাস নিয়ন্ত্রণের চেয়ে বরং এটি নির্মূল করাই তার দেশের কৌশল।
তীব্র সংক্রামক ডেল্টা ধরণ নিয়ন্ত্রণে তার দেশ সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।