সিনহুয়া:
নিউজিল্যান্ডের কাইকৌরাতে গুজ বে উপকূলে শনিবার সকালে একটি তিমির সঙ্গে ধাক্কা লেগে ১১ জন যাত্রী নিয়ে একটি চার্টার ফিশিং বোট ডুবে যায়। এসময় নৌকার দুই যাত্রী প্রাণ হারান।
স্থানীয় পুলিশ দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নৌকার বাকি ছয় যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে তিনজন এখনও নিঁখোজ রয়েছেন।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয় তবে উপকূলে একা মাছ ধরতে থাকা এক স্থানীয় ব্যক্তি বলেছেন, সকালে সমুদ্রের অবস্থা ভাল ছিল ও সমুদ্র শান্ত ছিল।
জানা গেছে, একটি তিমির সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ আরও জানায়, উদ্ধারকারী হেলিকপ্টার, ডুবুরি স্কোয়াড ও স্বেচ্ছাসেবকেরা টানা এক ঘন্টা চেষ্টার পরে ডুবে যাওয়া নৌকাটি তীরে নিতে সক্ষম হয়েছে।
কাইকৌরা নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে তিমি দেখার জন্য বিখ্যাত একটি উপকূলীয় শহর।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২