September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 20th, 2023, 7:31 pm

নিউজিল্যান্ডে নারী বিশ্বকাপের আগে বন্দুকধারীর গুলিতে নিহত ২

এপি, অকল্যান্ড :

নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিফা নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির সময় একটি নির্মাণাধীন স্থানে বন্দুকধারীর গুলিতে দুই জন নিহত হয়েছেন। বন্দুকধারীও নিহত হয়েছেন এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে এক পুলিশ কর্মকর্তা এবং ৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

নরওয়ে ও অন্যান্য ফুটবল দল যে সব হোটেলে অবস্থান করছে, সেখানেই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে যে পুরুষ অফিসারকে গুরুতর অবস্থায় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরিস্থিতি স্থিতিশীল হয়। অন্যদের মধ্যে মাঝারি থেকে গুরুতর পর্যন্ত আঘাত দেখা যায়, তবে তারা কীভাবে আহত হয়েছিলেন তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিনস বলেছেন, টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

হিপকিনস বলেন, ‘স্পষ্টতই আজ সন্ধ্যায় ফিফা বিশ্বকাপ শুরু হওয়ায় অকল্যান্ডের দিকে অসংখ্য মানুষ তাকিয়ে আছে। সরকার আজ সকালে ফিফা আয়োজকদের সঙ্গে কথা বলেছে এবং টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী চলবে।’

তিনি আরও বলেন, ‘আমি পুনরায় বলতে চাই যে জাতীয় নিরাপত্তার জন্য বৃহত্তর কোনো হুমকি নেই। এটি একজন ব্যক্তির কাজ বলে মনে হচ্ছে।’

হিপকিনস বলেন যে বন্দুকধারী একটি পাম্প-অ্যাকশন শটগান নিয়ে হামলা চালায়। প্রথম জরুরি কল পাওয়ার এক মিনিট পরেই পুলিশ ঘটনাস্থলে জীবন বাঁচাতে ছুটে যায়।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার সানি প্যাটেল জানিয়েছেন, সকাল ৭টা ২০ মিনিট নাগাদ লোয়ার কুইন স্ট্রিটে ওই ব্যক্তি গুলি চালাতে শুরু করেন। পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলে তখন। লোকটি সেখানকার বিল্ডিংয়ের মধ্য দিয়ে চলে যায়, সেখানে লোকদের লক্ষ্য করে গুলি চালায়।

তাৎক্ষণিকভাবে জানা যায়নি যে পুলিশ বন্দুকধারীকে গুলি করেছে না-কি সে আত্মহত্যা করেছে, জানান তিনি।