April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 13th, 2022, 8:21 pm

নিউজিল্যান্ড ছেড়ে আয়ারল্যান্ডে পাড়ি জমালেন তরুণ অলরাউন্ডার

অনলাইন ডেস্ক :

আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের হয়ে ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ব্যাটিং অলরাউন্ডার লুক জর্জসন। নিজ দেশের ক্রিকেটের পাট চুকিয়ে আয়ারল্যান্ডে পাড়ি জমাচ্ছেন ২৩ বছর বয়সী এ তরুণ। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ওয়েলিংটনের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন জর্জসন। তবে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ারল্যান্ডের সঙ্গে দুই বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ হলেন তিনি। গত মৌসুমেও আয়ারল্যান্ডের নর্দার্ন নাইটসের হয়ে খেলেছিলেন তিনি। এ সিদ্ধান্তের ব্যাপারে জর্জসন বলেছেন, ‘ক্রিকেট আয়ারল্যান্ডের কাছ থেকে চুক্তির প্রস্তাব পেয়ে আমি খুশি। এটি আমার জন্য অনেক বড় সিদ্ধান্ত, ওয়েলিংটন ফায়ারবার্ডস এবং নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট ছেড়ে যাওয়া। তবে অনেক বড় সুযোগও এটি।’ এসময় নর্দার্ন নাইটসের হয়ে খেলার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘গতবছর নর্দার্ন নাইটসের হয়ে খেলা দারুণ অভিজ্ঞতা ছিল। নর্দার্ন ক্রিকেট ইউনিয়নের হয়ে ক্লাব ক্রিকেটেও মজাদার সময় কাটিয়েছি। আমার মনে হয় এর সুবাদে আমি আরও ভালো ক্রিকেটার হয়েছি।’ আগেই আয়ারল্যান্ডের পাসপোর্ট থাকায় এখন চাইলে যেকোনো মুহূর্তেই আইরিশ জাতীয় দলে খেলতে পারবেন জর্জসন। গতবছর নাইটসের হয়ে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন তিনি। তবে ওয়েলিংটনের হয়ে আবার ওপেনার হিসেবে খেলেন এ তরুণ অলরাউন্ডার। শুধু জর্জসন একাই নয়, দক্ষিণ আফ্রিকায় জন্মানো দুই ব্যাটার স্টিফেন দোহেনি এবং মারে কমিন্সও চুক্তিবদ্ধ হয়েছে আয়ারল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে। তবে এ দুজনকে এক বছরের চুক্তি দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।