November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 1st, 2023, 3:58 pm

নিউ ইয়ার উদযাপনের ফানুস বৈদ্যুতিক তারে, ২ ঘণ্টা পর মেট্রোরেলে চালু

ঢাকায় সদ্য চালু হওয়া মেট্রোরেল পরিষেবা রবিবার সকালে দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু করা হয়েছে। কারণ হিসেবে জানানো হয়, নিউ ইয়ার উদযাপনে ব্যবহৃত বেশ কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএন সিদ্দিক ইউএনবিকে বলেন, নিরাপত্তার কারণে মেট্রোরেল কর্তৃপক্ষ সকাল ৮টা থেকে দুই কার্যক্রম স্থগিত করে। বৈদ্যুতিক লাইন থেকে ফানুস পরিষ্কারের পর সকাল ১০টার দিকে মেট্রোরেলের কার্যক্রম আবার শুরু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা সত্ত্বেও ৩১ ডিসেম্বর রাতে ঢাকাবাসী আতশবাজি পোড়ায় এবং ফানুশ ওড়ায়। যার কারণে মেট্রোরেল পরিষেবা ব্যাহত হয়।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের প্রথম ধাপের কার্যক্রমের উদ্বোধন করার পর দেশের যাতায়াত ব্যবস্থা নতুন যুগে প্রবেশ করেছে।

যেহেতু সরকার সীমিত পরিসরে কার্যক্রম শুরু করছে, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার দূরত্ব যেতে ২০ মিনিট সময় লাগবে, তবে শিগগিরই তা ১৬-১৭ মিনিটে নেমে আসবে।

ভারত ও পাকিস্তানের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তৃতীয় দেশ, যেখানে মেট্রোরেল রয়েছে। ভারত ১৯৮৪ সালে কলকাতায় প্রথম ৩ দশমিক ৪ কিমি আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল চালু করেছিল। অন্যদিকে, পাকিস্তানের লাহোরে ২০২০ সালের অক্টোবরে মেট্রোলাইন চালু করে।

—ইউএনবি