জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :
গত ২৪ নভেম্বর ৫০টি পরিবারের একটাই ভরসা ছিল কাঠের পুল শিরোনামে ডেইলী নিউনেশন অনলাইনের খবরটি প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের নির্দেশ পুলটি নতুন করে তৈরী করা হয়। পুলটি হওয়ায় ৬৯নং মহিউদ্দিন হাওলাদার গঙ্গেশকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও এলাকার জনগণের মুখে হাসি ফুটেছে। গঙ্গেশকাটি গ্রামের বাসিন্দা রীনা বেগম বলেন এই পুলটি তৈরীর আদেশ দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসারের নিকট আমরা কৃতজ্ঞ। এখন থেকে বিদ্যালয় তথা এলাকার জনগণর যাতায়াতে আর কোন বাধা রইলো না। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন বিষয়টি আমরা নিউনেশন পত্রিকার মাধ্যমে জেনে পুলটি এক সপ্তাহের মধ্যে টেকশই এবং মজবুত করে তৈরী করে দেই। এতে ছাত্র ছাত্রী তথা এলাকাবাসীর যাতায়াতে আর কোন বাধা রইলো না। ফলে এলাকাবাসী এবং উপজেলা প্রশাসন খুবই আনন্দিত।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি