চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৫ দিন পর এক স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে পৌর এলাকার তালতলা বড় কবরস্থানের একটি পুরোনো কবর থেকে মাটিচাপা দেয়া অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু হুরায়ারা (৯) পৌর এলাকার তালতলা গ্রামের ভুট্টা ব্যবসায়ী আব্দুল বারেকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, গত ১৯ জানুয়ারি আবু হুরায়রা নিজ বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাড়ির রঞ্জু হক শিক্ষকের কাছে পড়তে যায়। ওই শিক্ষকের ঘরে বই-ব্যাগ রেখে সে বাইরে বের হয়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ২৫ জানুয়ারি শিশুটির বাবা আব্দুল বারেক বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। এরপর শিশুটিকে উদ্ধারে মাঠে নামে পুলিশ।
ওসি বলেন, রবিবারা সন্ধ্যায় প্রতিবেশি আব্দুল মোমিনসহ দুজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তী অনুযায়ী রাতে অভিযান চালিয়ে তালতলা গোরস্থানের একটি কবর থেকে হুরায়রার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ অব্যহত রয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি