নিখোঁজের চারদিন পর বগুড়ায় চুরি যাওয়া সেই নবজাতককে রবিবার গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দীকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার সকালে গাজীপুরের চন্দ্রা এলাকায় একটি শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে বগুড়া থেকে পুলিশের একটি টিম নবজাতকের স্বজনদের নিয়ে রওনা দেয়। সেখানে গিয়ে শিশুটি দেখে নিজেদের সন্তান বলে দাবি করেন বাবা-মা। পরে ওই নবজাতককে নিয়ে পুলিশের টিম বগুড়ায় পৌঁছায়।
এর আগে বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নবজাতক চুরি হয়।
নবজাতকের মায়ের নাম ইতি বেগম। তিনি বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী এলাকার সৈকত হাসানের স্ত্রী।
উল্লেখ্য,সরকারি সহায়তার আশ্বাস দিয়ে চারদিন বয়সী ওই নবজাতককে খালা রোজিনার কাছে থেকে চুরি করে নিয়ে যান অজ্ঞাত এক নারী।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি