May 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, December 21st, 2022, 8:34 pm

নিখোঁজের ৬দিন পর জুড়ীর তরুণীকে ডবলমুরিং থানা থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে নিখোঁজের ৬ দিন পর চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় থেকে ঝিনুক সূত্রধর (১৭) নামে জুড়ী উপজেলার এক তরুণীকে উদ্ধার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিমজুড়ী ইউপির হরিরামপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধর ১৪ ডিসেম্বর জুড়ী থানায় তার মেয়ে ঝিনুক সূত্রধর নিখোঁজের বিষয়ে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ (জিডি নং-৬১২, তাং-১৪/১২/২২ খ্রিঃ) দায়ের করেন। অভিযোগে ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেনের প্রত্যক্ষ নির্দেশনা ও তথ্য প্রযুক্তির সাহায্যে থানার এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে জুড়ী থানা পুলিশের একটি দল গত ১৭ ডিসেম্বর ভিকটিমকে উদ্ধারের জন্য ডিএমপি ঢাকার কদমতলী থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করেন। জুড়ী থানার এসআই খসরুল আলম বাদলের নেতৃত্বে পুলিশের অপর একটি দল সিএমপি চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় ২০ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশের বিশেষ টিম নিখোঁজ ঝিনুক সূত্রধরকে উদ্ধার করে জুড়ী থানায় নিয়ে আসেন। পরে ঝিনুককে তার পিতা বীর মুক্তিযোদ্ধা শ্রী ললিত মোহন সূত্রধরকে ফিরিয়ে দেন। জুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুড়ী থানা পুলিশের এরুপ উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।