April 24, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 16th, 2023, 8:17 pm

নিজেকে ইন্ডাস্ট্রির লিডিং হিরো বলে আলোচনায় বনি

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা বনি সেনগুপ্ত। কলকাতায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তার। তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে ৪০ লাখ রুপি বনির অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। দুনীর্তির অভিযোগে কিছুদিন আগে কুন্তলকে গ্রেপ্তার করা হয়। এরপরই বনি সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ শুরু করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ১৩ মার্চ বনিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে ইডি। তার পরের দিনও দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। প্রথম দিনের জিজ্ঞাসাবাদের পর বনি যা যা জানিয়েছেন ইডিকে তার প্রমাণ হিসেবে নথি জমা করতে বলে। বনি ইডিকে জানিয়েছিলেন, একটি সিনেমার জন্যই কুন্তল এই অর্থ দিয়েছিলেন। তারপর প্রশ্ন উঠেছে, একটি সিনেমার জন্য ৪০ লাখ রুপি পারিশ্রমিক নেন বনি? গত মঙ্গলবার (ইডির দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বনি। এ সময় তিনি বলেন- ‘আমি ইন্ডাস্ট্রির লিডিং হিরো। এতগুলো বছর খেটে, পরিশ্রম করে এই পারিশ্রমিক অর্জন করেছি। সুতরাং এটা নিয়ে কেউ কথা বলতে পারে না।’ বনি সেনগুপ্তর এই মন্তব্য ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। অনেকে তাকে নিয়ে ট্রল করছেন। বিদ্রুপ করে এক ব্যক্তি লেখেন, ‘প্রথম সারির অভিনেতা বলে কথা।’ আরেকজন লিখেছেন, ‘শিক্ষা দুর্নীতির অর্থ দিয়ে বিলাসিতা সবাই করতে পারে। দয়া করে একটু খেটে খাও ভাই।’ ২০১৪ সালে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে বনি সেনগুপ্তর। তারপর বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘পারবনা আমি ছাড়তে তোকে’, ‘জিও পাগলা’, ‘রাজা রানি’, ‘আজব প্রেমের গল্প’, ‘লাভ স্টোরি’ প্রভৃতি।