April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 29th, 2022, 7:51 pm

নিজেকে ইন্ডাস্ট্রি ও রাষ্ট্রের সম্পদ হিসেবে দাবি করলেন বাপ্পী

অনলাইন ডেস্ক :

চলতি বছরের মার্চে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ এবং ডিসেম্বরে ‘জয় বাংলা’ ছবি মুক্তি পেয়েছে নায়ক বাপ্পী চৌধুরীর। প্রথমটি করোনা পরবর্তী সময়ে কিছু দর্শক প্রেক্ষাগৃহে টানলেও দ্বিতীয়টি মুখ থুবড়ে পড়ে। তবে বাপ্পী জানান, তার ‘শত্রু’, ‘কুস্তিগির’, ‘৫৭০’-সহ আরও কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। এই নায়ক মনে করেন, এ বছর দুটি ছবি মুক্তি পেলেও ২০২৩ সালে তিনি মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো দিয়ে অনেকটা ওভারকাম করতে পারবেন। অনেকেই মনে করছেন, করোনা পরবর্তী সিনেমা জাগরণের বছর কম ছবি মুক্তি পাওয়ায় বাপ্পী সমসাময়িক অন্যান্যের তুলনায় পিছিয়ে পড়েছেন! বাপ্পী বললেন, এই বছরের শুরুতে আমার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ কমার্শিয়ালি হিট হয়েছে। করোনা পরবর্তী এটি প্রথম হিট ছবি। এ বছর মুক্তি পাওয়া ৫০ ছবির মধ্যে আমার একটি হিট ছবি আছে। এজন্য ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস দাদাকে থ্যাংকস জানাই। আমি মনে করি এ বছরে ইন্ডাস্ট্রিকে দেয়ার মতো প্রাপ্তি এটি। ইন্ডাস্ট্রিকে কিছু না দিতে পারলে হয়তো বছরটা অন্যরকম ভালো কাটতো। ‘কিন্তু একজন হিরো ও ইন্ডাস্ট্রির এবং রাষ্ট্রীয় সম্পদ হিসেবে এ বছর ইন্ডাস্ট্রিকে কিছু দিতে পেরেছি। যদি কিছু দিতে না পারতাম তাহলের মানুষের প্রত্যাশা পূরণ হতো না। যেহেতু এ বছর হিট ছবি দিয়েছি, তাই বছরটাও আমার কাছে ভালো গেছে।’ তিনি আরও বলেন, তাছাড়া এখন ভাইরালের যুগ। আমি ভাইরাল টপিকের মধ্যে যেতে চাই না। যদি ভাইরালে থাকতাম তাহলে হয়তো বা হারিয়ে যেতাম। তাই আমি বিশ্বাস করি, আমি বাপ্পী হারাবো না; সিনেমা হলে ছবির মাধ্যবে বেঁচে থাকবো। আগামীতে ক্রিকেটার, আর্মি চরিত্রে অভিনয় করতে চাই। পুলিশের চরিত্রে কাজের ইচ্ছে ছিল। কিছুদিন আগে শত্রু ছবির মাধ্যমে সেই ইচ্ছে পূরণ হয়েছে। আগামীর আলোচিত কাজ হতে পারে এটি। বিজয় দিবসে মুক্তি পাওয়া ‘জয় বাংলা’ কেন দর্শকদের মাঝে সাড়া ফেলেনি জানতে চাইলে বাপ্পী বলেন, একজন আর্টিস্ট হিসেবে ডিকেক্টর পয়েন্ট অব ভিউ থেকে কাজ করেছি। আমার দর্শকদের প্রত্যাশা হয়তো এই ছবি দিয়ে পূরণ হয়নি! বাপ্পীর ছবি দেখতে দর্শক যেভাবে অভ্যস্ত সেটা জয় বাংলাতে ছিল না। মুক্তিপ্রাপ্ত ৩৬ সিনেমার এই নায়ক বলেন, প্রমোশন বা ছবির সবকিছু দুর্বল ছিল। তাই কেন সাড়া ফেলেনি এই প্রশ্নটা প্রডাকশন হাউজ ও ডিরেক্টরকে জিজ্ঞেস করলে তারা হয়তো বা আরও ভালো উত্তর দিতে পারবে! নতুন বছরের প্রত্যাশা প্রসঙ্গে বাপ্পী বলেন, মানুষ নতুন করে আমাকে চিনুক। আমিও চাই, নতুন বাপ্পী চৌধুরী হিসেবে তাদের কাছে উপস্থাপন হতে।