November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 7th, 2023, 4:23 pm

নিজের সিনেমায় গায়ক মোশাররফ করিম

অনলাইন ডেস্ক :

অভিনেতা মোশাররফ করিমের বিশেষণ দেওয়ার আর কোন প্রযোজন নেই। গীতিকার হিসাবেও নাম লিখিয়েছেন, ‘জয়যাত্রা’ সিনেমার ‘আহারে সোনার ময়না’ শিরোনামের গানটি তাঁর লেখা। এবার প্রথমবারের মত গাইবেন এই তারকা, তাও নিজের অভিনীত সিনেমায়। ফজলে কবীর তুহিন পরিচালিত ‘বিলডাকিনি’ সিনেমা দিয়েই তাঁর প্রথম প্লে-ব্যাক যাত্রা শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার গানটিতে কণ্ঠ দিবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলে কবীর তুহিন বলেন, সিনেমার প্রয়োজনে জেলখানার মধ্যে একটা গান দরকার। তখন মনে হলো, এ গানটি বেশ যায়। মোশাররফকে বললাম, এ গানটি গাওয়া যায় কিনা? তিনি বললেন, অবশ্যই গাইব। গানের কথাগুলো এমন-‘যা দেখি তার সবই ভালো/ ভালো, ভালো লাগে না/ ভালো কেন এত ভালো তাই/ কিছু ভালো লাগে না।’ গানটির কথা ও সুর মোশাররফ করিমের, সঙ্গীত পরিচালনা করেছেন আশরাফ বাবু। ‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার পার্ণো মিত্র। এ ছাড়া আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, আইরিন পুতুল, উজ্জ্বল, স¤্রাট, ফারুক প্রমুখ। চলতি বছরে মুক্তির কথা আছে সিনেমাটির।