April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 16th, 2022, 7:39 pm

নিপুণকে আইনি নোটিশ দিলেন জায়েদ খানের আইনজীবী

অনলাইন ডেস্ক :

আদালত অবমাননা বিষয়ে সতর্ক করে অভিনেত্রী নিপুণকে আইনি নোটিশ দিয়েছেন জায়েদ খানের আইনজীবী ব্যারিস্টার আবদুল কাইয়ুম। হাইকোর্টের আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তা অবমাননা করা হয়েছে এই মর্মে সতর্ক করে জায়েদ খানের পক্ষ থেকে বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এই নোটিশ পাঠানো হয়েছে। পাঠানো ওই নোটিশে নিপুণকে বলা হয়, ‘আমরা দেশের গণমাধ্যম, জাতীয় গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পাচ্ছি আপনি আদালতের আদেশ মানছেন না। আপনি মহামান্য হাইকোর্টের আপিল বিভাগ যে আদেশ তা অমান্য করছেন, অশ্রদ্ধা করেছেন। এরপর যদি আদেশ অমান্য করা হয় তাহলে আমি আদালত অবমাননার অভিযোগ করতে বাধ্য হব।’চলচ্চিত্র শিল্পী সমিতির বিএফডিসির ঠিকানা বরাবর এই আইনি চিঠি পাঠানো হয়েছে। এদিকে গত মঙ্গলবার বিকেলে এফডিসির শিল্পী সমিতির সামনের বাগানে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘আমিই সাধারণ সম্পাদক। আমাকে দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে, আমি দায়িত্ব চালিয়ে যাব। আমার আইনজীবী আমাকে বলেছে।’ এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে চেম্বার আদালত যে স্থগিতাদেশ ও স্থিতাবস্থার আদেশ দিয়েছিলেন, তা বহাল রাখতে বলেছেন আপিল বিভাগ। নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্তের বৈধতা প্রশ্নে হাইকোর্টে বিচারাধীন রুল নিষ্পত্তি পর্যন্ত তা অব্যাহত রাখতে বলা হয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নিপুণ আক্তারের লিভ টু আপিল নিষ্পত্তি করে সোমবার এ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ। এই আদেশের ফলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে কেউই আপাতত দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছিলেন জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম। এ প্রসঙ্গে বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিনেতা জায়েদ খান বলেন, ‘নিপুণ আদালতের আদেশ অমান্য করছেন। এরপর যদি তিনি আদালতের আদেশ অমান্য করেন তাহলে আমি তার বিরুদ্ধে মামলার জন্য অভিযোগ করতে বাধ্য হব। ‘