March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 24th, 2021, 9:33 pm

নিরাপদ পানি সরবরাহের দাবিতে ওয়াসাকে বিএনপির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক :

পানির দাম বাড়ানোর প্রতিবাদ ও নাগরিকদের নিরাপদ পানি সরবরাহের দাবিতে ঢাকা ওয়াসাকে স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে ঢাকা মহানগরের নেতা-কর্মীরা এই স্মারকলিপি দেন। এর আগে, সেখানে তারা স্বল্প সময়ের জন্য সমাবেশ করেন। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে। এই অমানবিক ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আমরা এসেছি। এ জন্যই স্মারকলিপি দেওয়া। তিনি আরও বলেন, অনতিবিলম্বে পানির দাম কমানো ও পানির মান আরও ভালো করার জন্য এই স্মারকলিপি। আমরা চাই, সরকার এই দাবি মেনে নেবে। নয়তো আমরা কঠোর আন্দোলনের দিকে যাবো। স্মারকলিপিতে বলা হয়, বারবার পানির দাম বৃদ্ধিতে ঢাকার নাগরিকদেরকে পানি নিয়ে একদিকে যেমন নানা দুর্দশা ও বিড়ম্বনার শিকার হতে হয়েছে, অপরদিকে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। সংকট দূরীকরণে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সরবরাহকৃত পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকায় নাগরিকরা চরম দুর্ভোগের শিকার ও নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সমাবেশে উপস্থিত ছিলেনÑ বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সী বজলুল বাসিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক এ এফ এম আবদুল আলীম নকী প্রমুখ। বিএনপির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার ১০ জনের একটি প্রতিনিধি দল ঢাকা ওয়াসা ভবনে যান। ওয়াসার প্রতিনিধির কাছে তারা স্মারকলিপি হস্তান্তর করেন। স্মারকলিপি গ্রহণ করেন সংস্থার প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল হক।