May 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 3rd, 2023, 7:43 pm

নির্বাচনে অপপ্রচার রোধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, আগামী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর অপপ্রচার রোধে সহায়তার আশ্বাস দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে ইসির সঙ্গে বৈঠকে বসে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেশনের একটি প্রতিনিধি দল।

কমিশনের পক্ষে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকটি হওয়ার থাকলেও পরে কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের নেতৃত্বে পৌনে এক ঘণ্টার বৈঠক হয়।

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে নানা কর্মসূচি শুরু করেছে রাজনৈতিক দলগুলো। সময় যত গড়াবে নির্বাচন নিয়ে তৎপরতাও তত বাড়বে। ফলে নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়ানোর আশঙ্কা রয়েছে।’

এমন পরিস্থিতিতে অপপ্রচার রোধে ফেসবুকের সহায়তা নিতে চায় ইসি, উল্লেখ করেন তিনি।

মেটা’র বাংলাদেশবিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারোয়ারের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকটিতে অংশ নেন। প্রতিনিধি দলে বাকিরা হলেন- এপিএসি গ্লোবাল রেসপন্সের প্রধান এইড্যান হো এবং নিয়ন্ত্রক বিশেষজ্ঞ ইউজিন পো।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অশোক কুমার বলেন, ‘আজকে আমরা ফেসবুকের একটা টিমের সঙ্গে মিটিং করেছি। আমাদের যে টেকনিক্যাল লোক আছে, তাদের নিয়ে বসেছিলাম। কারণ এখানে কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল। মূল বিষয়টি হচ্ছে, ফেসবুকে যেসব অপপ্রচার হয়, সেই অপপ্রচারগুলো কীভাবে রোধ করা যায়। বিশেষ করে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয় সেগুলো তারা ডিলিট করবে, ব্লক করবে। মূলত এই ছিল মিটিংয়ের বিষয়।’

আজকের আলোচনাকে প্রাথমিক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পরবর্তী নির্বাচন কমিশনের ‘ফোকাল পয়েন্ট’ নির্ধারণ করা হবে তাদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। আমাদের কাছে যেটা ‘নেগেটিভ’ মনে হবে আমরা তাদের সেটা জানাব। পরে তারা সেটাকে রিমুভ করবে।’

শুধু নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কনটেন্টের বিষয়ে এমন পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে অতিরিক্ত সচিব বলেন, ‘তফসিল ঘোষণার পর এই কার্যক্রম শুরু হবে। কমিশন নয়, ফেসবুক কর্তৃপক্ষই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারাই কমিশনের কাছে সময় চেয়েছিল।’

—-ইউএনবি