November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 20th, 2021, 8:04 pm

নির্বাচনে ৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী পুতিনের দল

অনলাইন ডেস্ক :

রাশিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া পার্লামেন্ট নির্বাচনে ৪৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে বিরোধি দল গুলো। সোমবার প্রায় ৮৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। তিনদিনের নির্বাচন শেষে আংশিক ভোট গণনায় দেখা গেছে, প্রতিদ্বন্দীদের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। অবশ্য আগের তুলনায় তাদের জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। সেন্ট্রাল ইলেকশন কমিশন জানিয়েছে, ইউনাইটেড রাশিয়া প্রায় ৫০ শতাংশ ভোট পেয়েছে। আর তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টি পেয়েছে ২০ শতাংশের কম ভোট। ভোটের সর্বশেষ ফলাফল অনুযায়ী, পুতিনপন্থি দলের বড় জয়ের লক্ষণ দেখা গেলেও গত নির্বাচনের তুলনায় তাদের এবারের অবস্থান বেশ খারাপ। ২০১৬ সালের ওই নির্বাচনে ৫৪ শতাংশের বেশি ভোট পেয়েছে ইউনাইটেড রাশিয়া। শুক্রবার শুরু হয়েছিল রাশিয়ার জাতীয় আইনসভা দুমার নির্বাচন। শেষ হয়েছে রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টার দিকে। রাশিয়ার মোট ভোটারের ৩৫ দশমিক ৭ শতাংশ এই নির্বাচনে ভোট দিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশন ভোটের ফল জানানোর পরই রাজধানী মস্কোতে বিজয় মিছিল বের করে ইউনাইটেড রাশিয়া পার্টি, যার নেতৃত্বে ছিলেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। তবে জয়ের ব্যাপারে এখনও পুতিন কোনো বক্তব্য দেননি। যতই দিন যাচ্ছে এই রুশ নেতা যেন আরও শক্তিশালী হয়ে উঠছেন। ১৯৯৯ সাল থেকেই তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬৮ বছর বয়সী পুতিন এখনও বহু রাশিয়ানের কাছে বেশ জনপ্রিয়।