নিজস্ব প্রতিবেদক :
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আরিফা পারভিন মৌসুমী। ফিল্ম ক্যারিয়ারে দুই যুগ পার করেছেন। উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র। তিনি এবার নন্দিত কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে সিনেমায় যুক্ত হলেন। আশুতোষ সুজনের ‘অন্নপূর্ণা’ চলতি অর্থ বছরে সরকারি অনুদান পায়। সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন মৌসুমী। সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘অন্নপূর্ণা’র গল্প মৌসুমী আপার জন্য পারফেক্ট। আমি মনে করি এই গল্পে তাকেই দরকার। যে কারণে তাকেই চূড়ান্ত করেছি। সবকিচু ঠিক থাকলে অক্টোবরে এর দৃশ্যধারণ করা হবে।’ সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন,‘অনুদানের সিনেমায় কাজ করার অভিজ্ঞতা নতুন নয়। এর আগেও কাজ করেছি। এ ছাড়া আশুতোষ সুজনের বেশ কিছু নাটকেও অভিনয় করেছি। তাছাড়া ‘অন্নপূর্ণা’ সিনেমাটির গল্পও দারুণ! আশাকরছি সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে।’ নন্দিত নায়িকা মৌসুমীর হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। করোনা আর লকডাউনের কারণে সেগুলো থেমে ছিলো। খুব শিগগিরই এসব সিনেমার দৃশ্যধারণ শুরু হবে বলে জানা যায়।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ