অনলাইন ডেস্ক :
ভারতে মোগল শাসনামলের দুর্লভ একটি চশমা এ মাসের শেষদিকে লন্ডনে নিলামে বিক্রি হতে যাচ্ছে। গত বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, চশমার গ্লাসগুলোতে ব্যবহার করা হয়েছে বিরল হীরা ও পান্না। দেখতে বেশ সুদৃশ্য এ চশমাটির নিলাম মূল্য যে অনেক হবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। নিলাম হাউস সোদেবিস এটি বিক্রি করবে। তারা জানিয়েছে, ১৮৯০ সালের দিকে চশমাটিতে মোগল শাসনামলের ফ্রেম ব্যবহার করা হয়েছে। তারা জানায়, নিলামে ১৫ লাখ পাউন্ড থেকে ২৫ লাখ পাউন্ড পর্যন্ত দাম চাওয়া হবে। এ চশমাটির মালিক কে ছিলেন- এটা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও ধারণা করা হচ্ছে এটি ভারতের মোগল শাসনামলের। সে সময়ে কোনো মোগল সম্রাট বিরল এসব বস্তু দিয়ে এটি বানিয়েছিলেন। মোগলরা ষোঢ়ষ ও সপ্তদশ শতকে ভারত শাসন করে। নানা সৌখিন জিনিসপত্র ব্যবহার ও অসাধারণ স্থাপত্যকীর্তির জন্য তারা বিখ্যাত হয়ে আছেন। ভারতের জনপ্রিয় স্থাপনা তাজমহল মোগল শাসনামলে নির্মিত। এ ছাড়া ভারতে আরও অনেক মোগল স্থাপত্যকীর্তি রয়েছে, যেগুলো এখনও হাজার হাজার পর্যটক আকর্ষণ করে। নিলাম হাউস সোদেবিসের পক্ষ থেকে জানানো হয়, চশমার দুই কাচের একটি হীরার এবং অপরটি পান্নার তৈরি। তারা বলছে, ‘দুই পাথরের (হীর ও পান্না) মান ও শুদ্ধতা অসাধারণ এবং এ ধরনের আকৃতির পাথর নিঃসন্দেহে কোনো সম্রাটের সংগ্রহের মধ্যে ছিল।’ সোদেবিস জানায়, ‘যেখানে চশমার সাধারণ কাচ দৃষ্টির উন্নয়নের ব্যবহৃত হয়, সেখানে এ কাচ (হীরা ও পান্না) আত্মীক প্রমোদের জন্য কাজ করে।’ সূত্র : বিবিসি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু