March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 26th, 2021, 8:20 pm

নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি, ১০ আগস্ট থেকে ওমরাহ হজ শুরু

অনলাইন ডেস্ক :

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১০ আগস্ট থেকে আবারও ওমরাহ হজ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। রোববার বিদেশিদের জন্য ওমরাহ পুনরায় চালু করার ঘোষণা দেয় সৌদি সরকার। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী পর্ষদের প্রধান আবদুল রহমান আল সুদাইস ওমরাহ পালনকারী এবং মুসল্লিদের গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ কথা জানায়। এর আগে চলতি মাসের শুরুতে হজ পালনকে সামনে রেখে ওমরাহ হজের আবেদন গ্রহণ বন্ধ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এদিকে করোনা মহামারির মধ্যে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজ পালন বন্ধ রেখেছে সৌদি আরব। গতবারের মতো এবারও শুধু সৌদি নাগরিক এবং দেশটিতে বসবাসকারীরা হজ করার সুযোগ পেয়েছেন। এ বছর হজ পালন করতে কিছু শর্ত মেনে চলতে হয়েছে মুসল্লিদের। করোনার টিকার দুটি ডোজই নেওয়া ব্যক্তিরা হজ পালনের সুযোগ পেয়েছেন। এ ছাড়া এক ডোজ নেওয়ার পর অন্তত ১৪ দিন পার করা অথবা যারা করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর টিকা নিয়েছেন, তারাও হজ পালন করেছেন।