অনলাইন ডেস্ক :
গ্রিস ও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় চলা দাবানল কমার কোন লক্ষণ নেই। টানা ছয়দিন ধরে পুড়ছে গ্রিসের বিভিন্ন অঞ্চল।
দেশটির দ্বিতীয় বৃহত্তম দ্বীপ ইভায়াতে দাবানলের আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করেছে। পুড়ে গেছে পাঁচটি গ্রামের ঘরবাড়ি।একরের পর একর বনাঞ্চল পুড়ছে, প্রাণ হারাচ্ছে জীবজন্তু। মঙ্গলবার থেকে এপর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্টগার্ড। আগুন নিয়ন্ত্রণের কাজে দমকলবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে দেশটির সেনাবাহিনী। ফ্রান্স, মিশর, সুইজারল্যান্ড ও স্পেন থেকে আগুন নিভানোর জন্য পাঠানো হয়েছে বিমান। এদিকে আগুনে পুড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। ডিক্সি খ্যাত দাবানলে পুড়ে গেছে ৪ লাখ ৬৩ হাজার একর জমি। বর্তমানে ১১টি বড় দাবানলের সঙ্গে লড়ছে দমকলবাহিনী। ঐতিহাসিক গ্রিনভিলের গোল্ড রাশ শহরের আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলছে স্থানীয় প্রশাসন।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু