অনলাইন ডেস্ক :
এ মৌসুমে সাদিও মানে দল ছেড়ে বায়ার্ন মিউনিখে গিয়েছে। তাঁর জায়গা পূরণ করতে লিভারপুল দলে টেনেছে উরুগুয়েন ফরোয়ার্ড দারউইন নুনেজ। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে শুরুতে নিজেকে মেলে ধরতে না পারলেও দলের সঙ্গে নিজেকে দ্রুতই মানিয়ে নিয়েছেন নুনেজ। আর কমিউনিটি শিল্ডের ফাইনালে গোল করার পর তো তাকে নিয়ে প্রশংসা করেছেন লিভারপুল বস ইয়ুর্গেন ক্লপ। শনিবার রাতে কমিউনিটি শিল্ডের ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ৩-১ ব্যবধানে শিরোপা উঁচিয়ে ধরে লিভারপুল। প্রায় ১৬ বছর পর এই শিরোপা ঘরে তুলল লিভারপুল। ম্যাচের ৫৯ মিনিটে মাঠে একটি গোল করেন দারউইন নুনেজ। এ ছাড়া লিভারপুলের দ্বিতীয় গোলে রেখেছেন অবদান। এ মৌসুমেই লিভারপুলের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে পাড়ি জমান নুনেজ। দলের সঙ্গে মানিয়ে নিয়ে ম্যাচে অবদান রাখায় নুনেজে মুগ্ধ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেছেন,’আমার মনে হয় তৃতীয় গোলটা না করলেও নুনেজ দুর্দান্তই থাকত, কারণ পেনাল্টিটা এসেছিল জেমস মিলনারের ক্রস ও তার হেড থেকে। আমাদের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে সে যেভাবে মানিয়ে নিয়েছে এটা দারুণ। ‘
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা