May 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 21st, 2023, 7:39 pm

নুর-সমর্থকরা তালাবদ্ধ অফিসে প্রবেশের চেষ্টা

নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের সমর্থকদের নিয়ে নিজের অফিসের গেট ভেঙে ফেলেছেন। অভিযোগ উঠেছে যে ভাড়া বকেয়া থাকায় ভবনের মালিক তালা ঝুলিয়ে দিয়েছেন। তবে ভবনের মালিক বলেছেন যে তিনি বারবার তাদের প্রায় ১৭মাস ধরে বকেয়া মাসিক ভাড়া দিতে বলেছেন।

এদিকে যখন নুরের সমর্থকরা গেট ভাঙার চেষ্টা করছিল তখন নিজের নিজের পাঞ্জাবি ছিঁড়ে ফেলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

‘মাসিক ভাড়া পরিশোধ না করার’ প্রতিক্রিয়ায় জামান টাওয়ারের মালিক গতকাল ভোরে পার্টি অফিসে তালা দেন।

সকালে নুর ও তার সমর্থকরা সামাজিক মাধ্যমে বলেন, ‘আমাদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে।’

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নুর একটি দলকে অফিসের গেটের দিকে নিয়ে যায় এবং তালাবদ্ধ কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করতে দেখা যায়।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে নূরকে তার নিজের পাঞ্জাবি ছিঁড়ে পরে হাসপাতালে যেতে দেখা যায়।

ভবন মালিক মিয়া মসিউজ্জামান একটি ভিডিও সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা বারবার ভাড়া দেওয়ার অনুরোধ করা সত্ত্বেও, নুর এবং তার সমর্থকরা কয়েক মাস ধরে তা দিতে অস্বীকার করেছিল।’‘তারা বিদ্যুৎ বিলও পরিশোধ করেনি। আমি সংযোগ কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নূর আমাকে ভয়ানক পরিণতির হুমকি দিয়েছিল।’

ভবন মালিক আরও বলেন, ‘তিনি আমাকে হুমকিতে আমি উদ্বিগ্ন হয়েছিলাম যে নূর ও তার অনুসারীরা জোর করে জায়গা দখল করে মালিকানা দাবি করতে পারে।’

—-ইউএনবি