April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 11th, 2023, 8:10 pm

নৃত্য প্রতিযোগিতা এবার ঢাকায়

অনলাইন ডেস্ক :

৭টি বিভাগের বাছাই পর্ব শেষ করে ‘বিশ্ব-বাংলা সাংস্কৃতিক পরিষদ’ আয়োজিত নৃত্য প্রতিযোগিতা এবার ঢাকায়। আগামী শনিবার মিরপুরের ওয়াইএমসি স্কুল মিলনায়তনে (২১ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বাছাই পর্ব। এমনটাই জানান উপদেষ্টাম-লীর সদস্য মৃণাল বন্দ্য। এরপর ঢাকাসহ প্রতি বিভাগ থেকে উঠে আসা প্রতিযোগীদের নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। ৩টি শ্রেণিতে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। ক শ্রেণিতে লোক নৃত্য (১ম-৫ম শ্রেণি), খ শ্রেণিতে সৃজনশীল নৃত্য (৬ষ্ঠ-১০ম শ্রেণি) এবং গ শ্রেণিতে লোকনৃত্য (১১তম-ওপরে)। বিশ্ব বাংলা সাংস্কৃতিক পরিষদের ফেসবুক পেইজ থেকে রেজিস্ট্রেশন করা যাবে কিংবা প্রতিযোগিতার দিন সকালেও ভেন্যু থেকে রেজিস্ট্রেশন করা যাবে। উপদেষ্টাম-লীর সদস্য মৃণাল বন্দ্য বলেন, ‘কিছু সংস্কৃতিমনা তারুণ্যের মাধ্যমে বিশ্ব-বাংলা সাংস্কৃতিক পরিষদ-এর যাত্রা হয় করোনাকালে, অনলাইন প্ল্যাটফর্মে। খুব অল্প সময়ে দারুণ সাড়া পাই আমরা। অনেক সফল আয়োজন শেষে এবার আয়োজন করছি এই নৃত্য প্রতিযোগিতা। আশা করছি সফলভাবে আয়োজনটি শেষ করতে পারবো।’