অনলাইন ডেস্ক :
বিশ্বব্যাপী জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির প্রথম মাসে সর্বোচ্চ দেখা সিরিজের স্থান দখল করে নিয়েছে কোরীয় সিরিজ ‘স্কুইড গেম’। মুক্তির পর মাত্র ২৬ দিনে ১১ কোটি ১০ লাখের বেশি ভিউ হয়েছে থ্রিলার ড্রামা সিরিজটির। এক টুইট বার্তায় এ তথ্য জনিয়েছে নেটফ্লিক্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবর, বছরের শুরুতে নেটফ্লিক্সে ‘ব্রিজারটন’ সিরিজ ২৮ দিনে ৮২ মিলিয়ন ভিউ হয়েছিল, যা ছিল এই অবধি তাদের মুক্তির শুরুতে সর্বোচ্চ দেখা সিরিজ। কিন্তু ‘স্কুইড গেম’ ১৭ সেপ্টেম্বর মুক্তির পর মাত্র ২৬ দিনে ১১১ মিলিয়নের রেকর্ড গড়েছে। মুক্তির পর থেকেই নেটফ্লিক্সে ৯০টি দেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে সিরিজটি। ফলে নেটফ্লিক্সে সর্বকালের সেরা সিরিজের তালিকায় নাম লেখাতে যাচ্ছে কোরীয় এই সিরিজ। জীবনযুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ড্রামা সিরিজটি। থ্রিলার সিরিজ ‘স্কুইড গেম’-এর গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন হোয়াং দং-হিউক। অভিনয় করেছেন তারকা অভিনেতা লি জং জায়ে, পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আইকনস্টার গং ইয়ো। সিরিজের গল্প এগিয়েছে বেঁচে থাকার প্রতি আগ্রহ হারানো কিছু মানুষ একত্র হয়ে অদ্ভুত এক খেলায় মেতেছেন, সেটা নিয়ে।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ