November 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 1st, 2022, 8:15 pm

নেত্রকোণার এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ছবি

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বারমারী সীমান্তে ভারতের অভ্যন্তরে মো.শাহান মিয়া (৩৬) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিএসএফ ক্যাম্পের সদস্যরা ১১৬৩ নং সীমান্ত পিলারে ভারতের অভ্যন্তরে তাকে ধরে নিয়ে যায়।

শাহান মিয়া উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের মেনকীফান্দা গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে।

নিখোঁজের স্বজনরা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে মেনকীফান্দা গ্রামের কালাম নামের একজনের চোরাই কাঠ কাটতে ভারতে যান। সেখানে সন্ধ্যার দিকে পাঁচ সদস্যের আরেকটি চোরাই টিম ভারতীয় কসমেটিক্স আনতে অনুপ্রবেশ করে। এসময় মো. শাহান মিয়া ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ এর হাতে আটক হন। ঘটনার পরদিন ভোর বেলায় ওই পাঁচজন পালিয়ে চলে আসে। কিন্তু আটকা পড়ে যান শাহান মিয়া।

এ বিষয়টি স্থানীয় বিজিবি সদস্যদের জানানো হলে বুধবার দুপুরে এক দুই দেশের সীমান্তরক্ষীদের পতাকা বৈঠকের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছেন পরিবারের লোকজন বলেও জানা গেছে।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ বারমারী বিওপি’র সুবেদার মো.লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহান মিয়া চোরাকারবারি দলের সঙ্গে ভারতে যান, সেখান থেকে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। বর্তমানে তিনি ভারতের রংরা থানা হেফোজতে রয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন। আইনি কিছু প্রক্রিয়া শেষে আগামী ৩-৫ দিনের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের হাতে হস্তান্তর করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, বিএসএফের আইনি প্রক্রিয়া চলমান আছে। তাকে ফিরিয়ে নিয়ে আনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় আমাদের যা করণীয় সেটাও চলমান রয়েছে।

—-ইউএনবি