নেত্রকোনা পৌর শহরের বড়বাজার সিলভার পট্টি এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এসময় মিঠুন চৌধুরী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। এসময় শহরের বড়বাজার ক্রোকারিজ মার্কেটের মিঠুন ইলেক্ট্রনিক্স থেকে ১৩২ বোতল ভারতীয় মদ জব্দ করে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
আটক মিঠুন চৌধুরী পৌর সদরের বলাইনগুয়া এলাকার মনোরঞ্জর চৌধুরী ছেলে। তিনি বড়বাজার এলাকায় ইলেক্ট্রনিক্স-এর ব্যবসা করেন। এছাড়াও তিনি বিভিন্ন স্থানে গিয়ে ইলেক্ট্রনিক্স-এর মালামাল বিক্রি করেন।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা চালিয়ে আসছে মিঠুন। গোপন সংবাদের ভিত্তিতে তার দোকানে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে আটক করা হয় মিঠুনকে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, মিঠুন চৌধুরী দীর্ঘদিন ধরেই ইলেকট্রনিক দোকানের আড়ালে মাদক ব্যবসা করে যাচ্ছে। এই মাদক ব্যবসার সঙ্গে অর্থ জোগান দাতা কেউ আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ