অনলাইন ডেস্ক :
নেত্রকোনার মদনে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ২১ ঘণ্টা পর সোনামণি (১২) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ময়মনসিংহ ফারার সার্ভিসের ডুবুরি দল। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির পেছনের মগড়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। সোনামণি উপজেলার মদন ইউনিয়ের পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ও পরশখিলা (কোমারিকাণা) গ্রামের কৃষক রতন মিয়ার মেয়ে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনামণি গত মঙ্গলবার দুপুরে প্রতিবেশী শিশুদের সঙ্গে গোসল করতে গিয়ে মগড়া নদীতে নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা ওই শিশুরা গোসল করে বাড়ি এসে তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি পরিবারের লোকজনদের জানায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে মদন ফায়ার সার্ভিসে খবর দেয়। মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান নামে। এরপর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটকে খবর দেওয়া হলে বুধবার (২২ ডিসেম্বর) সকালে তার লাশ উদ্ধার করা হয়। মদন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার মোহাম্মদ হাসানুজ্জামান জানান, ময়মনসিংহের ডুবুরি ইউনিট ২১ ঘণ্টা অভিযান পরিচালনা করে স্কুল শিক্ষার্থীর লাশ মগড়া নদী থেকে উদ্ধার করেছে। মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, পরিবারের লোকজন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে পরবর্তীকালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি