অনলাইন ডেস্ক :
নেপালের ধাদিং জেলায় রবিবার সকালে ৪ মাত্রার উপরে তিনটি ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কাঠমান্ডুতেও কম্পন অনুভূত হয়।
নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের (এনইএমআরসি) লোক বিজয় অধিকারী বলেন, স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
সহকারী প্রধান জেলা কর্মকর্তা হাম নাথ পারাজুলি সিনহুয়াকে বলেন, ভূমিকম্পে ধাদিংয়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এনইএমআরসি জানিয়েছে, এ বছর নেপালে ৪ থেকে ৬ দশমিক ৩ মাত্রার মধ্যে মোট ৫৮টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২