পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, শুকনো মৌসুমে পানি পেতে নেপালে বিশেষ জলাধার (রিজার্ভোয়া) নির্মাণে রাজি হয়েছে বাংলাদেশ, ভারত ও নেপাল।
তিনি বলেন, রিজার্ভোয়া তৈরি করা গেলে নেপালের এই রিজার্ভোয়ার মাধ্যমে বাংলাদেশ উপকৃত হবে।
মঙ্গলবার নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচমন্ত্রী পুমপা ভূশালের নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নেপাল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। নেপালের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। আমাদের এ সম্পর্ক অটুট থাকবে। ভবিষ্যতে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ সব ক্ষেত্রে সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। পানির দেশ হলেও এই পানির উৎস ভারত ও নেপাল। ভারত ও নেপালে পানির রির্জাভার আছে যা আমাদের কৃষিকাজে সেই রিজার্ভারের পানি সেচ কাজে ব্যবহার হয়।
নেপালের মন্ত্রী পুমপা ভূশাল বলেন, বাংলাদেশ বর্তমানে সব খাতে যে উন্নয়ন করেছে যা সত্যিই প্রশংসনীয়।
তিনি বলেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের সাফল্য অনেক। নারী শিক্ষার হার বেড়েছে। রাষ্ট্রীয় প্রশাসনেও তাদের উপস্থিতিও চোখে পড়ার মতো।
পরে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
এলডিসি গ্রাজুয়েশনে বাংলাদেশের সুষ্ঠু উত্তরণে পূর্ণ সহায়তার আশ্বাস জাতিসংঘের
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ইউনূস-আইসিসির আলোচনা
দেশ সংস্কারে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র