October 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, July 24th, 2024, 5:30 pm

নেপালে রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, ১৮ যাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক :

নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ উড়োজাহাজ উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানে থাকা ১৮ যাত্রীর মৃত্যু খবর পাওয়া গেছে। ওই বিমানের পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা বসন্ত রাজৌরি বলেন, কর্তৃপক্ষ ১৮টি মৃতদেহ উদ্ধার করেছে।

পাইলটকে আহত অবস্থায় উদ্ধার করে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, পাইলটের চোখে আঘাত লেগেছে, তবে তার কোনো আশঙ্কা নেই।

সৌর্য এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখারার দিকে যাচ্ছিল।

এয়ারলাইন্সটি অভ্যন্তরীণ রুটে বোম্বার্ডিয়ার সিআরজে-২০০ পরিচালনা করে।

রানওয়েতে বিমানটি ছিটকে যাওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় গণমাধ্যমের ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ একটি খাদে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তা থেকে ধোঁয়া উঠছে।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা যায়।

জরুরি উদ্ধার কর্মীরা কাজ শুরু করলে এসময় নেপালের এই প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়।

এর আগে ২০১৯ সালে ত্রিভুবন বিমানবন্দরে বাংলাদেশি একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫১ জনের মৃত্যু হয়।