April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 13th, 2022, 8:30 pm

নেভাদায় জিতে সিনেটের নিয়ন্ত্রণ পেলো ডেমোক্র্যাটরা

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নেভাদা অঙ্গরাজ্যে জয়ের মধ্যে দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখলো ডেমোক্র্যাটিক পার্টি। গত শনিবার নেভাদায় ডেমোক্র্যাটিক সিনেটর ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো বিজয়ী হওয়ায় আগামী দুই বছরের জন্য সিনেটে নিয়ন্ত্রণ থাকছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দলটির হাতে। রোববার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে, মধ্যবর্তী নির্বাচনে বেসরকারি ফলাফলে নেভাদার ডেমোক্রেটিক প্রার্থী ক্যাথোরিন কর্টেজ মাস্ট্রো রিপাবলিকান প্রার্থী এডাম ল্যাক্সাল্টকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন। এখন সিনেটে ডেমোক্র্যাটদের দখলে ৫০টি আসন, রিপাবলিকানদের ঘরে ৪৯টি। প্রাথমিক ফলাফলে জানা গেছে, কর্টেজ মাস্ট্রো পেয়েছেন ৪৮.৭ শতাংশ ভোট, অর্থাৎ ৪ লাখ ৮১ হাজার ৬৬১ ভোট। প্রতিদ্বন্দ্বী এডাম ল্যাক্সাল্ট পেয়েছেন ৪৮.২ শতাংশ, অর্থাৎ ৪ লাখ ৭৬ হাজার ৬৭৯ ভোট। নব নির্বাচিত সিনেট আগামী ৩ জানুয়ারি শপথ নেবেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে, শুক্রবার রাতে অ্যারিজোনা অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট সিনেটর প্রার্থী মার্ক কেলি জয়ী হওয়ার পর ১০০ আসনের সিনেটে দুই দলের ৪৯টি করে আসন নিশ্চিত হয়। জর্জিয়ায় কোনো পক্ষ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়া দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ এখন পর্যন্ত রিপাবলিকানদের ঘরেই আছে। প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের মধ্যে ডেমোক্র্যাটিকরা জয় পেয়েছে ২০৪টি আসনে এবং রিপাবলিকানরা ২১১টি আসনে। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন।