September 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 10th, 2023, 7:37 pm

নৌ-পথের নিরাপত্তায় পদ্মা-মেঘনায় বিশেষ অভিযান

নৌ-পথের নিরাপত্তা আরও জোরদার করতে পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ৮টি বাল্কহেড জব্দ ও ২১ টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ।

নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (৯ আগষ্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) ভোররাত পর্যন্ত চলে এই অভিযান।

অভিযান চলাকালীন সময়ে অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের সাড়ে ছয় হাজার নৌ-পথের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান।

এর আগে মুন্সীগঞ্জে রাতে বাল্কহেডের কারণে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়।

নৌ পথে বাল্কহেডের কারণে নৌ দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামানসহ নৌ-পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা অভিযানে অংশ নেন।

—-ইউএনবি