November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 10th, 2023, 8:52 pm

ন্যাটো সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন এরদোয়ান-বাইডেন

অনলাইন ডেস্ক :

লিথুনিয়ায় আসন্ন ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান সাক্ষাৎ করবেন। স্থানীয় সময় গত রোববার তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় এ কথা জানায়। এরদোয়ানের কার্যালয় এক বিবৃতিতে জানায়, আলোচনায় ‘ন্যাটোতে ইউক্রেনের অবস্থান, সুইডেনের ন্যাটো সদস্যপদ ও এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের বিষয়ে আলোকপাত করা হবে, যা তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুরক্ষিত করতে আশা করছে। তবে, বৈঠক কবে হবে, তা বিবৃতিতে জানানো হয়নি।

ন্যাটো আয়োজিত আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) থেকে শুরু হওয়া দুই দিনের শীর্ষ সম্মেলনের আগে সোমবার এরদোয়ান ও সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের মধ্যে আলোচনা হবে। ক্রিস্টারসন সুইডেনের মার্কিন নেতৃত্বাধীন প্রতিরক্ষা সংস্থার ৩২তম সদস্য হওয়ার বিষয়ে তুরস্কের আপত্তি তুলে নিতে এরদোয়ানকে রাজি করাবেন বলে আশাবাদী। ২৮ মে তুর্কি নেতার পুনঃনির্বাচনের পর এরদোয়ানের ফোনালাপে বাইডেন নিজেই দুটি বিষয় সংযুক্ত করেন।

বাইডেন ফোনালাপের পরে একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘এরদোয়ান এখনও এফ-১৬ নিয়ে কাজ করতে চান।’ বাইডেন আরও জানান তিনি এরদোয়ানকে সুইডেনের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন। এরদোয়ান রোববার সুইডেনকে তুরস্কের সমর্থন পেতে সন্দেহভাজন কুর্দি জঙ্গিদের কঠোরভাবে দমন করার বিষয়ে তার দীর্ঘস্থায়ী অবস্থান পুনর্ব্যক্ত করেন। বাইডেনকে উদ্ধৃত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘সুইডেন তার সন্ত্রাসবিরোধী আইনে পরিবর্তন এনে সঠিক পথে পদক্ষেপ নিয়েছে।