নড়াইলে মাদক মামলায় অহিদা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলার অপর চার আসামিকে খালাস দেয়া হয়েছে।
সোমবার আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
মামলা বিবরণে জানা যায়, ২০১৫ সালে অক্টোবর ১৩ নড়াইল ডিবি পুলিশের এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার অভিযান চালায়। এই সময় সদরের সীতারামপুর এলাকায় যশোর-নড়াইল সড়কে যশোর থেকে ছেড়ে আসা নড়াইলগামী একটি প্রাইভেট কার তল্লাশি করে। পরে গাড়ির চালকসহ চার জন যাত্রী ও সাজাপ্রাপ্ত নারীর কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
উপযুক্ত সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক সোমবার মামলার রায় ঘোষণা করেন। অপর আসামিদের বেকসুর খালাস দেয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি