অনলাইন ডেস্ক :
পঞ্চমবারের মত মালদ্বীপের লিগে খেলতে গেলেন বাংলাদেশের সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন। তার সঙ্গী হয়েছেন বসুন্ধরা কিংসের সতীর্থ সুমাইয়া। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে মালদ্বীপের উদ্দেশে রওনা হন এই দুই নারী ফুটবলার। মালদ্বীপের এই ঘরোয়া ফুটসাল লিগে সাবিনা ও সুমাইয়া খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মালদ্বীপ ডিফেন্স ফোর্সের ক্লাব। আগের তিন আসরেই এই ক্লাবে খেলেছেন সাবিনা। ২০১৫ সালে প্রথমবারের মত মালদ্বীপের ঘরোয়া ফুটবলে অংশ নিয়েছিলেন দেশটির ডিফেন্স ফোর্সের হয়ে। এরপর থেকেই খেলছেন ধিবেহি সিফাইং ক্লাবের হয়ে। বাংলাদেশকে সাফ জেতানো অধিনায়ক বলেই সাবিনার এবারের মালদ্বীপ সফর খানিকটা ভিন্নতা পেয়েছে। সেটা স্বীকারও করেছেন বাংলাদেশ অধিনায়ক। দেশে থাকা অবস্থায় সাবিনা বলেছিলেন,’অধিনায়ক হিসেবে সাফ জিতেছি এটা গর্বের বিষয়। বাংলাদেশের অধিনায়ক হিসেবে মালদ্বীপের লিগে খেলতে যাচ্ছি, এটা অন্যরকম এক অনুভূতি। লক্ষ্য থাকবে ভালো খেলার। ‘সাবিনা মালদ্বীপের লিগে ব্যস্ত থাকলেও সাফজয়ী দলের বাকি সদস্যরা এখন ছুটিতে রয়েছেন। প্রায় ২০ দিনের মত ছুটি কাটিয়ে আবারো বাফুফে ভবনের ক্যাম্পে ফিরবেন মেয়েরা।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা