November 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, June 15th, 2024, 8:58 pm

পদ্মা সেতুতে ঘরমুখো মানুষের চাপ

ফাইল ছবি

ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের মাওয়ায়। পদ্মা সেতু অতিক্রম করে বাড়ি ফিরছেন তারা। সেতুর টোল প্লাজা ঘিরে শনিবার সকাল থেকেই ছিল লম্বা লাইন।

এদিকে, শনিবার সকালে জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু সরেজমিন পরিদর্শনে আসেন সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মঞ্জুর হোসন।

প্রাইভেটকার, জীপ, মাইক্রো, বাস-ট্রাক সব ধরনের যানবাহনই সেতু পারাপার হচ্ছে। আর ভিন্ন লেন দিয়ে যাতায়াত করছে মোটরসাইকেল।

ভোর থেকে যানবাহনে চাপ বেশি থাকলেও বেলা বৃদ্ধির পর তা কমে আসে। তবে কখনও কখনও যানবাহনের চাপ বেড়ে লাইন লম্বা হচ্ছে। আবার কখনো ফাঁকা হয়ে যাচ্ছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ নানা পরিকল্পনা গ্রহণ করেছে।

সচিব মো. মঞ্জুর হোসন বলেন, শুক্রবার পদ্মা সেতু দিয়ে ৪৪ হাজার ৩৩টি যান পারাপার হয়। এর থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

এদিকে, পদ্মা সেতুতে নির্বিঘ্নে যাতায়াত করতে পেরে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

—–ইউএনবি