মেগা প্রকল্প পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের মনে আরও আস্থা বৃদ্ধি করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বাংলাদেশে মানসম্পন্ন অবকাঠামোর ক্রমবর্ধমান প্রসারের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ‘এটি একটি চমৎকার মুহূর্ত হতে যাচ্ছে।’
মঙ্গলবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন।
রাষ্ট্রদূত নাওকি বলেন, শিগগিরই ঢাকা ও নারিতা সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হবে যা বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করবে।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে এসে বিনিয়োগ করতে জাপানি বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ বাড়ছে।
রাষ্ট্রদূত ক্রমবর্ধমান মানসম্পন্ন অবকাঠামো ও স্থিতিশীল পরিবেশসহ পাঁচটি কারণ তুলে ধরে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠছে।
তিনি বলেন, এই ডিসেম্বরে মেট্রোরেল বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে।
রাষ্ট্রদূত আড়াইহাজারে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল সম্পর্কেও আপডেট করেন যা বিনিয়োগের জন্য প্রস্তুত করা হচ্ছে।
তিনি জাপানসহ ১৩টি দেশের সঙ্গে সম্প্রতি চালু হওয়া ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক সম্পর্কেও কথা বলেন।
রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করে বলেন,‘এটি খুবই কঠিন পরিস্থিতি।’
তিনি বলেন, তার দেশ সহিংসতা বন্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছে।
—ইউএনবি
আরও পড়ুন
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কমতে শুরু করেছে কুড়িগ্রামের নদীর পানি, ভাঙন আতঙ্কে মানুষ
দিনাজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২