November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 22nd, 2023, 8:30 pm

পদ ছাড়লেন রুপার্ট মারডক

অনলাইন ডেস্ক :

বিশ্বের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্কের মালিক রুপার্ট মারডক। ফক্স নিউজের পাশাপাশি নিউজ করপের মালিক তিনি। এই নিউজ করপের হাতে আছে ওয়াল স্ট্রিট জার্নাল ও টাইমস গ্রুপ, যা গোটা বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। এতদিন নিজের হাতে এই সংস্থা সামলেছেন রুপার্ট। এবার তার দায়িত্ব ছেলের হাতে তুলে দিয়ে কাজ থেকে সরে দাঁড়ালেন তিনি। সংস্থার কর্মীদের কাছে একটি নোট পাঠিয়েছেন রুপার্ট। তাতে লেখা আছে, ‘প্রিয় সহকর্মীরা, আমি নিজের দায়িত্ব পরিবর্তন করে চেয়ারম্যান ইমেরিটাস হতে চলেছি।’

এর পরই ওয়াল স্ট্রিট টুইট করে রুপার্টের কার্যত অবসর গ্রহণের কথা জানিয়ে দেয়। দীর্ঘ সাত দশক ধরে গণমাধ্যমের বিশ্বে রাজত্ব তৈরি করেছেন রুপার্ট। ৯২ বছরের এই ‘মিডিয়া মোগল’ অস্ট্রেলিয়ার নাগরিক হলেও পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেন তিনি। তার ৫২ বছরের ছেলে লাছলান এবার সংস্থার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিলেন। এতদিন বাবার সঙ্গে কাজ করতেন তিনি। লাছলান জানিয়েছেন, ‘আমরা খুশি যে বাবা সম্পূর্ণ অবসর নিচ্ছেন না। চেয়ারম্যান ইমিরেটস হিসেবে তিনি আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে থাকবেন।’

১৯৬০ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেইডে প্রথম ব্যবসা শুরু করেছিলেন রুপার্ট। বাবার কাছ থেকে বেশ কয়েকটি পত্রিকার দায়িত্ব পেয়েছিলেন তিনি। কারণ তার বাবাও পত্রিকা চালাতেন। সেখান থেকে বিশাল মিডিয়া সা¤্রাজ্য তৈরি করেন রুপার্ট। ২০২০ সালে ফোর্বস হিসাব করে জানিয়েছিল, রুপার্টের মোট সম্পত্তির পরিমাণ ১৯ বিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে রুপার্টের সংস্থা ছড়িয়ে আছে। এর মধ্যে ফক্স নিউজ অন্যতম। তার নিজস্ব রাজনৈতিক চেতনা বহু সময়ই তার সংবাদমাধ্য়মকে নিয়ন্ত্রণ করে।

ফক্স নিউজ পরিচিত তার দক্ষিণপন্থী অবস্থানের জন্য। ২০২০ সালে নির্বাচনসংক্রান্ত প্রশ্ন তোলায় রুপার্টকে সমস্যার মুখেও পড়তে হয়েছিল। এ ছাড়াও তার ওয়াল স্ট্রিট জার্নাল পরিচিত অর্থনৈতিক খবরের কাগজ হিসেবে। যুক্তরাজ্যে ১৯৮১ সালে দ্য টাইমস প্রতিষ্ঠা করেন রুপার্ট। বিশ্বের বিভিন্ন দেশে যা পরবর্তী সময়ে প্রথম সারির খবরের কাগজে পরিণত হয়। এ ছাড়াও তার সানডে টাইমস অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদপত্র।